সোমবার, ২৩ মার্চ, ২০১৫

জল রঙে ছবি আঁকার কৌশল

লেখার শুরুতেই প্রথমে আপনাদের সবাইকে আমার সালাম নিবেদন করছি অনুগ্রহ করে গ্রহণ করুন । আপনারা সবাই কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন আর প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের পোস্ট টি শুরু করছি । আজকের বিষয় জল রঙে ছবি আঁকার কৌশল । আশাকরি যারা আমার মত একটু আধটু ছবি আঁকে তাদের জন্য এই পোস্ট টি কিছুটা হলেও উপকারে আসবে । চিত্র: 01 1 নং চিত্রের মত প্রথমে কাগজের উপর ছবিটি পেন্সিল দিয়ে লাইন ড্রয়িং করে নিন । লাইন ড্রয়িং করার পর যে কোন নরম কাপড় দিয়ে পেন্সিলের অতিরিক্ত কালিগুলো মুছে ফেলুন কারণ পেন্সিলের কালি অধিক পরিমাণে লেগে থাকলে ছবিটি ময়লা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপর ধীরে ধীরে রং করতে থাকুন । চিত্র : 02 এবার পর্যায়ক্রমে ফুলের কেন্দ্র অর্থাৎ যেখানেই রেণু থাকে ওখান থেকেই ধীরে ধীরে বাইরের দিকে রং করুণ । অর্থাৎ চিত্র 2 এর মত অনুসরণ করুন । চিত্র : 03 এরপর ধীরে ধীরে রং করতে থাকুন । চিত্র : 04 আস্তে আস্তে রং প্রয়োগ করে ছবির রং হালকা থেকে গাঢ় করে নিন । চিত্র : 05 পরবর্তীতে রং করার সুবিধার্থে পাতায় হালকা করে সবুজ রং দিয়ে রাখুন অবশ্যই এ ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা আর দক্ষতার উপর রঙের মিশ্রণটা নির্ভর করবে কারণ একটি মাত্র মৌলিক রঙে ছবি কখনো সুন্দর হয়না । রঙের ব্যবহার যত বেশী হবে ছবির ভিন্নতা তত বেশী হবে । চিত্র : 06 গাছের উপর হালকা রং দিয়ে রাখুন যাতে অন্যান্য অংশ রং করতে করতে সেটা শুকিয়ে যায় যা পরবর্তীতে আপনার বাকি রং প্রয়োগ সহজ করে তুলবে । চিত্র: 07 আগের দেওয়া রংগুলো শুকিয়ে এলে পরবর্তী ধাপের রং করা শুরু করুণ । মনে রাখতে হবে এই ধাপগুলো আপনার ছবিটি সুন্দর করে ফুটিয়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ । এই ধাপে পানির ব্যবহার খুবই কম পরিমাণে হবে । চিত্র : 08 এবার ফোরগ্রাউন্ড টা অর্থাৎ আপনার আঁকা ছবিটি সাবধানে রেখে Background টা আপনার পছন্দ অনুসারে রং করুন । চিত্র : 09 এরপর সর্বশেষ ফিনিশিং ওয়াশ দিয়ে অর্থাৎ রং গাঢ় করা সহ একটু আধটু এদিক সেদিক হওয়া রংগুলো ঠিক করুণ । আর ছবির উজ্জ্বলতা বাড়িয়ে দিতে লেমন ইয়েলো রং টা যেখানে যেখানে প্রয়োজন হয় ব্যবহার করুন এতে ছবিটির রং উজ্জ্বল হবে । তবে একটি বিষয় সবসময়ই মাথায় রাখতে হবে তা হলো আপনার ধর্য্য কারণ জল রঙের কাজ কিছুটা ধীরে ধীরে করতে হয় ॥ যেহেতু আপনি যখন চাইবেন আপনার সেরা কাজটি উপহার দিতে ঠিক তখনই কাজের সাথে মনের সম্পর্ক খুব নিবিড় ভাবে গড়ে তুলতে হবে অন্যতায় আপনার কাজ কখনোই ভালো হবেনা । আর যে কাজটি যতই মনের মাধুর্য্য মিশিয়ে করবে সেই কাজ ততই ভালো হবে । পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি । Artist Suponkar Chakma
Our facebook fans page Chakma Artist Gallery

৬টি মন্তব্য:

যেভাবে পাহাড়ীদের ভাগ্য পরিবর্তন হবে

পার্বত্য এলাকায় কোটি কোটি টাকা খরচ করে ধর্মীয় প্রতিষ্ঠান কম নির্মাণ করা হয়নি এবং এখনো নির্মাণ হচ্ছে.. অথচ এত টাকা খরচ করে পার্বত্য এলাকায় ভা...