শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

জলরঙে ছবি আঁকার সহজ উপায়

সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে প্রায় দু বছর পর একটি টিউটোরিয়াল তৈরি করতে বসলাম। জানিনা আপনাদের কেমন লাগবে? তবে সবার জন্য এই টিউটোরিয়ালটা তেমন কোন কাজে না আসলেও নতুনদের জন্য এটা বেশ উপকারী একটি টিউটোরিয়াল হবে। তবে আপনাদের যদি কিছুটা উপকারে আসে তাহলে আমার টিউটোরিয়াল তৈরির কষ্টটা সার্থক হবে। আর আমি আপনাদের থেকে ভালো লাগা মন্দ লাগা সব মতামত আশা করছি। তবে জলরঙে ছবি আঁকার জন্য ভালো তুলির পাশাপাশি ভালো পেপারের ও দরকার হয়। আমরা ছবি আকার জন্য সাধারণত সাধারণ মানের কাগজ ব্যবহার করি। তবে কার্টিজ পেপারেও ছবি আঁকা যায়। কিন্ত এটাও ঠিক যে ভালো কোয়ালিটি সম্পন্ন ছবি কার্টিজ পেপারে হয় না। ভালো মানের ছবির জন্য দরকার ভালো মানের পেপার। ভালো মানের ছবির জন্য হ্যান্ডমেইড পেপার, ক্যানভাস পেপার ব্যবহার করা ভালো।
১ প্রথমে পেইজ পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে


২ তারপর আস্তে আস্তে নিজের পছন্দ অনুযায়ী রং প্রয়োগ করতে হবে






















View more painting

1 টি মন্তব্য:

যেভাবে পাহাড়ীদের ভাগ্য পরিবর্তন হবে

পার্বত্য এলাকায় কোটি কোটি টাকা খরচ করে ধর্মীয় প্রতিষ্ঠান কম নির্মাণ করা হয়নি এবং এখনো নির্মাণ হচ্ছে.. অথচ এত টাকা খরচ করে পার্বত্য এলাকায় ভা...