প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে । এসব স্বপ্ন কারো বাস্তবে রূপান্তরিত হয় আবার কারো হয়না । তেমনি আমারও অনেক স্বপ্ন আছে, আছে কল্পনার রাজত্বে অজস্র রঙের মাঝে হারিয়ে যাওযার । যেখানে থাকবেনা কোন বাধা, মনের ক্যানভাসে থরে থরে সাজানো থাকবে সুখের রঙিন পৃথিবী । জানিনা আমার এই ব্লগ থেকে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো কিনা তবে আপনারা পাশে থাকলে আপনাদের জন্য সবসময়ই ভালো কিছু পোস্ট দিতে সর্বদা চেষ্টা করবো ।
শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
Chakma Traditional Dress
(1) ঐতিহ্যবাহী চাকমা পোশাক এবং অলংকার পরিহিত একজন চাকমা তরুণী ॥
(2) আদিবাসী মেলা 2014 তে দু জন চাকমা তরুণীর মনোমুগ্ধকর গান পরিবেশনা ।
(3) বিজু মেলায় আগত ঐতিহ্যবাহী চাকমা পোশাক পরা একদল সু-সজ্জিত তরুণী ॥
(4) চাকমা পোশাক পরিহিত একদল চাকমা মহিলা ।
(5) কোমর তাঁতে বেইন বুননরত একজন চাকমা রমণী ।
(6) "পিনোন হাদি" দিয়ে আধুনিক সাজে সজ্জিত চাকমা তরুণী ॥
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
যেভাবে পাহাড়ীদের ভাগ্য পরিবর্তন হবে
পার্বত্য এলাকায় কোটি কোটি টাকা খরচ করে ধর্মীয় প্রতিষ্ঠান কম নির্মাণ করা হয়নি এবং এখনো নির্মাণ হচ্ছে.. অথচ এত টাকা খরচ করে পার্বত্য এলাকায় ভা...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন