রবিবার, ২২ জুন, ২০১৪

সফলতার 14টি উপায়

সফল ব্যক্তিদের মাঝে যে ১৪টি মিল
পাওয়া যায় প্রত্যেক সফল প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী,
তারকা, লেখক ও রাজনীতিবিদের ১৪টি বিষয়ে মিল দেখা যায়। পশ্চিমা প্রভাবশালী ফোর্বস ম্যাগানির জন্য পুরস্কার বিজয়ী সাংবাদিক ড্যান স্কাউবেল দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন। সাক্ষাৎকার নিতে গিয়ে তিনি প্রত্যেক সফল ব্যক্তির কিছু সাধারণ বিষয় লক্ষ করেছেন, যা তাদের সফল হতে সাহায্য করেছে। এগুলো হল-


১. কখন চাকরিতে থাকতে হবে ও কখন
ত্যাগ করতে হবে, তা তারা জানেন
সফল ব্যক্তিরা জানেন কখন তাদের
চাকরি বদলাতে হবে, কখন প্রতিষ্ঠান শুরু
করতে হবে আর কখন
তা গুটিয়ে ফেলতে হবে। এ
বিষয়ে তাদের প্রত্যেকেরই খুব
ভালো সচেতনতা ও জ্ঞান রয়েছে।
তারা কঠিন সিদ্ধান্ত নিতে ভয়
পাননা, যতোই বাধা থাকনা কেন।

২. নিয়োগকর্তার চাহিদার তুলনায়
বেশি করেন
সফলরা চাকরির শুরুতেই জবের
বর্ণনা দেখে নেন। এরপর কীভাবে তার
চেয়েও বেশি চ্যালেঞ্জিং কাজ
করা যায়, সে চেষ্টা করেন তারা।
এমনকি তারা এমন সব বিরক্তিকর কাজ
নিতে চান, যা আগে কখনো কেউ
করতে চায়নি।

৩. শেষে ব্যর্থতার
ভয়ে তারা থেমে থাকেন না
সব সফল ব্যক্তিই জানেন, সাফল্য
সহজে আসে না। কোনো কাজে অসফল
হলেও তারা পিছিয়ে যান না।
প্রত্যেক
অসফলতা থেকে তারা শিক্ষা নেন।
এতে তাদের ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত
নিতে সাহায্য করে।

৪. তারা জানেন ভাগ্য নিজেদেরই
তৈরি করতে হয়
কঠিন পরিশ্রম করে নিজেদের ভাগ্য
নিজেরাই তৈরি করেন তারা। ভাগ্য
কোনো অলিক বিষয় নয় বলেই মনে করেন
সফলরা। ভালো অবস্থানে যাওয়ার
ভাগ্য অর্জনের জন্য তারা প্রতিদিন
কমপক্ষে একটি কাজ করেন এবং তা সফল
করার চেষ্টা করেন।

৫. বাস্তবমুখী লক্ষ্য নির্ধারণ করেন
ঘুম থেকে উঠে দিনের শুরুতেই সফল
ব্যক্তিরা তাদের
আগে থেকে করা পরিকল্পনা বাস্তবায়নে লেগে যান।
অন্যদিকে অসফল ব্যক্তিরা এ সময়
কী করবেন, তা নিয়ে চিন্তাভাবনা শুরু
করেন। তাদের লক্ষ্য আগে থেকেই
নির্ধারিত থাকে। তারা জানেন
তাদের
ক্ষমতা এবং সে অনুযায়ী সর্বশক্তি দিয়ে কোনো কাজে নিয়োজিত
থাকেন। সে অনুযায়ী নিজের
দুর্বলতা দূর করার চেষ্টা করেন।

৬. নিজের কাজের মূল্যায়ন করেন
সফল ব্যক্তিরা কখনোই কোনো কাজের
ফলাফলের জন্য অন্য কারো ওপর নির্ভর
করেন না। এর বদলে তারা কাজে যুক্ত হন
এবং সর্বশক্তি দিয়ে এটি সম্পন্ন করার
চেষ্টা করেন। এতে কোনো ভুল
হলে তারা তার দায়িত্ব নিজের
কাঁধে তুলে নেন ও ভবিষ্যতে যেন এ ভুল
দ্বিতীয়বার না হয় তার চেষ্টা করেন।


৭. পরিবর্তিত নয় পরিবর্তন করেন তারা
সফল ব্যক্তিরা সমসাময়িক বা অর্থনৈতিক
বিষয় পরিবর্তনের জন্য অপেক্ষা করেন
না। তারাই এসব পরিবর্তন করেন।

৮. পরিবর্তনের সঙ্গে খাপ
খাইয়ে নিতে দক্ষ
সফল মানুষেরা নিজেদের
যে কোনো পরিবর্তনের সঙ্গে খাপ
খাইয়ে নিতে আগ্রহী থাকেন।
তারা জানেন,
আপনি যদি কোনো স্থানে আবদ্ধ
হয়ে থাকেন
তাহলে পেছনে পড়ে যাবেন। এ
কারণে সফলরা সবসময় নতুন
উদ্ভাবনী ধারণা নিয়ে ব্যস্ত থাকেন,
আগামী বড় কোনো বিষয় কিংবা নতুন
কিছু শেখার নেশায় ব্যস্ত থাকেন।

৯. নিজ প্রকল্পের বিস্তারিত
ভালোভাবে বর্ণনা করতে পারেন
আপনি যদি কোনো সফল ব্যক্তির
কাছে গিয়ে তার পরিকল্পনার
কথা জিজ্ঞাসা করেন,
তাহলে তারা গুছিয়ে বিস্তারিত
জানাতে পারেন। তারা জানেন,
নিজের
অবস্থানে থেকে কী করতে হবে এবং তা কীভাবে বিশ্বাস
করাতে হবে। তাদের
শক্তিশালী মতামত ও আত্মবিশ্বাস আছে।


১০. সঠিক ব্যক্তিকে সঠিক প্রশ্ন করেন
সফল ব্যক্তিরা জানেন তাদের
যোগাযোগ ব্যবহার
করে কীভাবে কোনো সমস্যা সমাধান
করা সম্ভব। তারা সঠিক ব্যক্তির
সঙ্গে যোগাযোগ
করে কোনো প্রশ্নের উত্তর
নিতে জানেন। তারা সবসময় প্রস্তুত
থাকেন সঠিক প্রশ্ন নিয়ে আর অপর পক্ষকেও
সাহায্য করতে দ্বীধা করেন না ।

১১. তারা চিরন্তন শিক্ষার্থী,
যারা শিক্ষার জন্য সত্যিই পরিশ্রম
করেন
অধিকাংশ মানুষই প্রাতিষ্ঠানিক
শিক্ষাজীবন শেষে মনে করেন, তাদের
পড়াশোনা শেষ হয়ে গেছে। কিন্তু সফল
ব্যক্তিরা সবসময়েই শিক্ষার জন্য উদগ্রিব
থাকেন। নতুন কোনো বিষয়
বা অভিজ্ঞতা অর্জনের জন্য তাদের সবসময়
ব্যস্ত দেখা যায়। নতুন কোনো কার্যক্রম
সম্বন্ধে জানতে এবং তাতে যুক্ত হতেও
তারা পিছপা হন না।

১২. তারা জানেন পৃথিবীতে তাদের
অবস্থান
সফল ব্যক্তিরা সবসময়
আত্মবিশ্বাসী থেকে অন্যদের নেতৃত্ব
দেয়ার চেষ্টা করেন। তারা তাদের
নিজস্ব দৃষ্টিভঙ্গী ও লক্ষ্য নিয়ে সবসময়
ব্যস্ত থাকেন। তারা আরো জানেন
নিজের অবস্থান এবং সফল হওয়ার
উপযোগী সম্ভাব্য ক্ষেত্রগুলোতেই
তারা এগিয়ে যান।


১৩. অর্থের চেয়ে লক্ষের
দিকে বেশি নজর
সফল ব্যক্তিরা অর্থের দিকে বেশি নজর
দেন না। এর বদলে তারা সফলতার
দিকে বেশি নজর রাখেন। তাদের লক্ষ্য
থাকে নতুন
কোনো কাজে ঝুঁকি নেওয়া ও
সৃষ্টিশীলতা অর্জন।
তারা বাধা সত্ত্বেও পথ চলা উপভোগ
করেন।

১৪. তারা শুধু উপভোগ নয়,
সেগুলো সৃষ্টি করেন
অধিকাংশ মানুষই ই-মেইল পড়া,
টিভি দেখা অথবা অনুষ্ঠান
উপভোগে ব্যস্ত থাকেন। অন্যদিকে সফল
মানুষরা ব্যস্ত থাকেন এসব বিষয়
তৈরি করতে। তারা নতুন
আইডিয়া নিয়ে নতুন নতুন বিষয়
তৈরিতে ব্যস্ত থাকেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যেভাবে পাহাড়ীদের ভাগ্য পরিবর্তন হবে

পার্বত্য এলাকায় কোটি কোটি টাকা খরচ করে ধর্মীয় প্রতিষ্ঠান কম নির্মাণ করা হয়নি এবং এখনো নির্মাণ হচ্ছে.. অথচ এত টাকা খরচ করে পার্বত্য এলাকায় ভা...