মঙ্গলবার, ১০ মার্চ, ২০১৫

Daily Village life in Bangladesh

আমি তেমন আঁকতে পারিনা তবে সবসময়ই ভালো আঁকতে চেষ্টা করি । যখনই যেটা চোখে পড়ে তখনই টা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি । জীবনে তেমন কোথাও যাওয়া হয়নি তাই বাইরে দুনিয়াটা আজও তেমন জানা নয় । একটি এনজিও এর চাকরি সুবাদে কক্সবাজারের কাছাকাছি বিভিন্ন জায়গায় ঘুরেছি । এই ছবি ওখানকার এলাকার গ্রামীণ জীবন যাত্রার ছবি । জানিনা কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি তবে আশা রাখি আগামীতে অবশ্যই ভালো করে ফুটিয়ে তুলে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারবো ।
Artist Suponkar Chakma
Our facebook fans page Chakma Artist Gallery

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যেভাবে পাহাড়ীদের ভাগ্য পরিবর্তন হবে

পার্বত্য এলাকায় কোটি কোটি টাকা খরচ করে ধর্মীয় প্রতিষ্ঠান কম নির্মাণ করা হয়নি এবং এখনো নির্মাণ হচ্ছে.. অথচ এত টাকা খরচ করে পার্বত্য এলাকায় ভা...